ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ১৯ মে ২০২৪

Ekushey Television Ltd.

নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তৌফিক রানা (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 

রোববার (১৯ মে) ভোরে উপজেলার টিএন্ডটি পাড়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তৌফিক রানা ওই এলাকার মোস্তফা হোসেনের ছেলে। 

এর আগে রাত ২টার দিকে ফেসবুক আইডি থেকে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” এই কথাটি পোস্ট দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক রানা প্রতিদিনের ন্যায় এদিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ২টার দিকে 'Toufik Rana' ফেসবুক আইডি থেকে তার স্টোরিতে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” এই কথাটি পোস্ট দেয় এবং কিছু বন্ধুদের ম্যাসেঞ্জারেও পাঠায়। এরই মধ্যে রাতের কোনো এক সময় নিজ শয়ন ঘরে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বাবা মোস্তফা হোসেন জানান, রোববার ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা। এতো সকালে দরজা খোলা দেখতে পেয়ে ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় বাড়ির লোকজনসহ প্রতিবেশিরা এগিয়ে আসে এবং স্থানীয়রা থানায় খবর দেন।

তিনি আরও জানান, আমার দুই ছেলে এক মেয়ে। তার মধ্যে তৌফিক সবার ছোট। প্রায় ৮ মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে দিয়েছিলাম। নতুন বউ আমার বাড়িতে এক মাস না যেতেই সংসার আর করবে না বলে বাবার বাড়ি চলে যায়।

বিষয়টি সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এর আগে ১৭ মে তৌফিক তার ফেসবুকে পোস্ট দেয় “আমিও একটা ভদ্র সমাজ থেকে বড় হয়েছিলাম, ঠিক সবার মতো। আমার সমাজেও আমাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখতো, কিন্তু সময়ের পরিবর্তনে আমার জীবনে এমন কিছু মানুষ এসেছিলো, যারা আমার জীবিত দেহ থেকেই আমার আত্মটাকে কেড়ে নিয়েছিলো। ঠিক তার জন্যই আজ আমি নেশার জগতের বাসিন্দা”।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি