ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীর দুই উপজেলায় কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২০ মে ২০২৪

Ekushey Television Ltd.

দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার নরসিংদীর মনোহরদী এবং বেলাব উপজেলায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সোমবার (২০ মে) দুপুর থেকে ব্যালট পেপার বাদে অন্যসব নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। 

মনোহরদী এবং বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় একশ’টি এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টিসহ মোট ১৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। দুই উপজেলায় মোট ৪ লাখ ৯ হাজার ১৩ জন ভোটারের জন্য ৯৯৯টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে। 

মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন লড়াই করবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি