ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উৎসবমুখর পরিবেশে ভোট চলছে পটুয়াখালীর ৩ উপজেলায়

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৫১, ২১ মে ২০২৪

দ্বিতীয় ধাপে পটুয়াখালীর ৩ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাউফল উপজোয় ভোটার রয়েছে ২ লাখ ৯৭ হাজার ৬শ’ ০৭ জন, দশমিনা উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৪৪ জন এবং গলাচিপা উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৮শ’ ৭০ জন।  তিন উপজেলার ৩৪টি ইউনিয়নের ২শ’ ৪৭টি কেন্দ্রে ৬ লাখ ৫৫ হাজার ৫ শত ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে একজন এএসআই চার জন পুলিশ ও ১৬ জন আনসার সদস্য রয়েছে। এছাড়া  ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের দুটি ও বিজিবি তিন প্লাটুন ও কোস্টগার্ড ১৭ জন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও পুলিশের নেতৃত্বে ১৬টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি