ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ভোটে প্রভাবিত করায় পোলিং এজেন্টকে একমাসের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২১ মে ২০২৪

মেহেরপুরের গাংনীতে সাইদুল ইসলাম (৩৬) নামের এক পোলিং এজেন্টের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে তাকে এই শাস্তি প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামিম।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে। তিনি একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন (গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামিম আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে সাইদুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

অপরদিকে, একই উপজেলার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আনসার সদস্যের দায়িত্ব পালন করায় বায়েজিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে তিন হাজার টাকা জরিমানা করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি