ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪০, ২২ মে ২০২৪

গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে এক যুবককে মৃত্যু হয়েছে। 

মঙ্গলবা রাত সাড়ে ৮টার দিকে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকায় এ গুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আকবর আলী খান।

নিহত ফরিদ আহমেদ (২২) উপজেলার উজিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষে ফরিদ নামের ওই যুবক গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি