ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শা উপজেলায় বিজয়ী হলেন যারা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯, ২২ মে ২০২৪ | আপডেট: ১০:৪১, ২২ মে ২০২৪

Ekushey Television Ltd.

যশোর শার্শা উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত নানা ধরনের শঙ্কা বিরাজ করছিল। ছিল টানটান উত্তেজনা। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। কিন্তু শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। 

শান্তিপূর্ণ ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। তিনি দেয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান আনারস প্রতীকে ১২ হাজার ২৯১ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মন্টু চশমা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৫৯ ভোট।

এছাড়া, সব্বোর্চ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা খাতুন সালমা। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেয়া ফেরদৌস হাঁস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাতে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী এ ফলাফল ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি