ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইয়াবাসহ গ্রেপ্তার রাজেশকে যুবলীগ থেকে অব্যাহতি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২, ২৩ মে ২০২৪

ইয়াবাসহ আটক এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাজেশ খানকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা যুবলীগ। 

বুধবার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম স্বাক্ষরিত দলীয় এক আদেশে তাকে অব্যাহতি দেন। 

গত ১৯ মে গালিমপুর বাজারে অভিযান চালিয়ে সহযোগিসহ রাজেশকে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম বলেন, রাজেশের বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধি একাধিক অসামাজিক কার্যক্রমের প্রমাণ রয়েছে যা সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা বিনিষ্ট করেছে। যুবলীগের কেন্দ্রীয় কিমিটর নির্দেশে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি