ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, অন্যলাইন দিয়ে চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ২৩ মে ২০২৪

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধীরাশ্রম স্টেশনের আউটার সিগনালে কাছে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। 

তবে এ ঘটনায় কোন যাত্রী আহত হননি।

ট্রেন চলাচল অন্যলাইন দিয়ে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার  আবু হানিফ।

ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।

ঢাকা-জয়দেবপুর রেল রুটে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি