ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় ঘূর্ণিঝড় রেমালে ৩ জনের মৃত্যু, ঘরবাড়ি বিধস্ত 

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ২৭ মে ২০২৪ | আপডেট: ১৫:৪৭, ২৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘর চাপায় ভোলার লালমোহন ও দৌলতখানে এক মহিলা ও শিশুসহ তিন জন নিহত হয়েছে। বেরীবাঁধ ভেঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। 

নিহতরা হলেন লালমোহনের চর উমেধ এলাকার ৫০ বছরের মনেজা খাতুন ও দৌলতখানের রাইশা (৩) নামের এক শিশু।অপরদিকে বোরহানউদ্দিন উপজেলার চাচরা ইউনিয়নে ঘর চাপায় জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাঘাটে পড়ে আছে গাছপালা এবং বিদ্যুতের খাম্বা ভেঙ্গে পড়ে আছে।

মনপুরায় বেরীবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে গেছে। এতে সেখানের বেশ কিছু ঘরের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

চরফ্যাশনের চর কুকরিমুকরিসহ নিচু এলাকা পানিতে প্লাবিত হয়ে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন চরাঞ্চলের প্রায় ৩৫ হাজার নারী-পুরুষ-শিশু আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে, এছাড়াও ১৪টি মুজিব কেল্লায় তিন হাজারেরও বেশি গবাদি পশু নিরাপদে আনা হয়। 

রাতে আশ্রয় কেন্দ্রে আসা লোকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি