ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সমুদ্র ও বিমান বন্দরের কার্যক্রম শুরু, ১৮ ঘণ্টা পর চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় রিমালের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের অপারেশনাল কার্যক্রম। সোমবার ভোরে শুরু হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম এবং দুপুর থেকে শুরু হয় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত প্রত্যাহার করলে দুপুর থেকে শুরু হয় বন্দরের কার্যক্রম। বিকেল পর্যন্ত জেটি কেন্দ্রীয় সীমাবদ্ধ ছিল কার্যক্রম। বর্হিনোঙরের আবহাওয়া খারাপ থাকায় বড় জাহাজগুলো জেটিতে আসতে পারেনি। আশা করা হচ্ছে রাতের মধ্যেই পুরোদমে স্বাভাবিক হবে বন্দরের সার্বিক কার্যক্রম।’

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন, ‘সোমবার ভোর ৫টা থেকে স্বাভাবিক হয় শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম। এরপর থেকে সিডিউল অনুযায়ী সকল বিমান ওঠানামা করছে।’

১৮ ঘন্টা পর চালু টানেল 

সম্ভাব্য আঘাতের ক্ষয়ক্ষতি এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখার ১৮ ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সোমবার দুপুর ১২টায় খুলে দেয়া হয় টানেল। টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্র্যাফিক) তানভীর রিফা বলেন, ‘রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর সোমবার দুপুর ১২টায় খুলে দেয়া হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি