ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

৩৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নদী উত্তাল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট প্রায় ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এই নৌরুটে চলাচল শুরু হয়। তবে এখনও প্রবল বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ দেখা গেছে। আকাশেও রয়েছে মেঘ। 

বিআইডব্লউটিসি সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। সবগুলো ফেরি ও লঞ্চ ঘাটে নোঙ্গর ফেলে অবস্থান নেয়। এসময় বেশ কিছু পণ্যবাহী যানবাহন দুই ঘাটে আটকা পড়ে। 

গত দুদিন যাত্রীবাহী যানবাহনও ঘাটে আসেনি। আজ সকাল থেকে ফেরি চালু হলে কিছুটা চাপ পড়ে। কিন্তু পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকায় স্বাভাবিক গতিতেই যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়।

সূত্রটি জানিয়েছে, আবহাওয়া খারাপ হলে আবার ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি