ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পানিতে ভেসে আসা হরিণ অবমুক্ত করা হলো বনে

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০২, ২৯ মে ২০২৪

Ekushey Television Ltd.


ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম ঢাল চর ও চর কুকরি মুকরি বিচ্ছিন্ন চরাঞ্চল অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয। অন্তত ৫ ফুট পানিতে তলিয়ে যায় বনাঞ্চল। এতে বনে থাকা অনেক হরিণ ভেসে লোকালয়ে উঠে আসে। 

এসময় অনেক হরিণ মারা যায়। অসুস্থ অবস্থায় কয়েকটি হরিণ উদ্ধার করে বন বিভাগ।

ওইসব হরিণ ঢালচর রেঞ্জাধীন কালকিনি বিটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার একটি হরিণকে বনে অবমুক্ত করা হয়েছে।

আরও দুটি হরিণকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে হরিণ দুটিকে বনে অবমুক্ত করা হবে জানান ঢালচর বন বিভাগের কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি