ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ২৯ মে ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিমপুরের লোহাকৈর এলাকায় বনের খেতর ডাকতির প্রস্তুতি  নিচ্ছিলো একটি ডাকাত দল। উক্ত সংবাদের ভিত্তিতেই রাতেই কাশিমপুর থানার একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,পাবনার মনির মোল্লা,বগুড়ার বাদশা প্রমানিক ও গাইবান্ধার রশিদুল।

এসময় তাদের কাছ থেকে একটিটি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি