ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে পটুয়াখালী সমিতি ঢাকা`র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২৯ মে ২০২৪

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে পটুয়াখালী জেলার দুর্গত মানু‌ষের কথা বিবেচনায় নিয়ে আগামী ৩১ মে, ২০২৪ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা সমিতি ঢাকা'র সুবর্ণজয়ন্তী, পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য গত সোমবার ঢাকাসহ সারাদেশে ঘুর্ণিঝড় রেমাল আঘাত হানে।  ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার হিসেবে এই ক্ষতির পরিমাণ ২৮ কোটি টাকারও বেশি । পানিবন্দি অবস্থায় এখনো রয়েছে অনেক পরিবার।

রেমালের তাণ্ডবে গত দুই দিনে জেলায় মৃত্যুর সংখ্যা ৩ জন। কলাপাড়ায় স্রোতের তোড়ে ভেসে গিয়ে শরিফুল ইসলাম নামে এক যুবক, বাউফলে ঘরচাপা পড়ে করিম আলী খান নামে এক বৃদ্ধ ও দুমকিতে গাছচাপা পড়ে জয়নাল হাওলাদার নামের অপর এক বৃদ্ধ মারা যান।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে, জেলায় ৯১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় ৩৫০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা।

এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি