ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় সড়কের পাশে মিললো কৃষকের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ১ জুন ২০২৪

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা সদর উপজেলার  কালিভান্ডারদহ পীরতলা মাঠে সড়কের পাশে থেকে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার বেলা ১১ টায় সদর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। 

খবর পেয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই  (৫০) সদর উপজেলার সুবদিয়া গ্রামের  মো. দেছের আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।  

এলাকাবাসী জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তার নাম ও পরিচয় শনাক্ত হয়। 

পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সেকেন্দার আলী বলেন, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি