ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীতে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১ জুন ২০২৪

আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ মোঃ আশিক সরদার (২১) নামে বাইসাকেল আরোহি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আশিক রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের মোঃ খালেক সরদারের ছেলে। 

মামলার বাদী ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের জনৈক মমিন মল্লিকের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করেন। 

রাত ১০টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের ঘিমটি মোড় থেকে বাইসাইকেল আরোহি আশিক সরদার সেখানে আসে। ওই সময় তার দেহ তল্লাশী করে কোমর থেকে একটি সচল ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। 

ওই সময় জিজ্ঞাসাবাদে আশিক পুলিশকে জানায়, সে সহ একই ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের চুন্নু ওরফে মমিন, কামালদিয়াকান্দি গ্রামের শিপন ও ঘিমটি গ্রামের খায়রুল আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। মমিন তাকে পাঠিয়েছে খায়রুলের কাছ থেকে অস্ত্রটি নিয়ে শিপনের কাছে পৌছে দেবার জন্য। 

এরপরই মমিন, খায়রুল ও শিপনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি