ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বালিয়াকান্দিতে একাধিক অভিযোগে স্থানীয় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২ জুন ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলাম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম, চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, হাতুরী পেটাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জীবন ইসলাম নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

এলাকাবাসী জানান, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলামের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের বাড়িতে হামলা, সমর্থক সৈয়দ আলী আজমকে কুপিয়ে জখম, হাতুরী পেটা, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, জীবন ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা থাকায় রোববার সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি