ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ২ জুন ২০২৪

Ekushey Television Ltd.

নরসিংদীর পলাশে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা মামলায় জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আলাদতের বিজ্ঞ বিচারক আ ন ম ইলিয়াস এই রায় প্রদান করেন। 

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীরের সাথে পলাশের তারগাঁও গ্রামে অবস্থিত ব্রাক অফিসের বাবুর্চি রিতা বেগমের সেঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে গত ২০২২ সালের ৭ অক্টোবর ব্রাক অফিসের একটি কক্ষে জাহাঙ্গীর তার প্রেমিকা রিতার সঙ্গে রাত্রীযাপন করেন, পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। 

এঘটনার পর নিহতরে ভাই বাদি হয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের নামে হত্যা মামলা দায়ের করলে আদালত সাক্ষীদের জেরাসহ হত্যার বিভিন্ন আলামত পর্যালোচনা করে এই রায় প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি