ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রায়পুরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান মেলেনি ৪ দিনেও

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ৩ জুন ২০২৪

Ekushey Television Ltd.

নিখোঁজ হওয়ার ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রায়পুর উপজেলার ক্যাম্পের হাট এসসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী অথৈ মজুমদারের। 

গত বৃহস্পতিবার (৩০ মে) সকালে দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর নিজ গ্রাম থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পর তাকে না পাওয়ায় পরদিন রায়পুর থানায় একটি হারানো ডায়েরি (জিডি) করেন নিখোঁজ ছাত্রীর বাবা অনু মজুমদার।

ছাত্রীর বাবা অনু মজুমদার বলেন, বৃহস্পতিবার সকালে কোচিং ও স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় অথৈ। কোচিং শেষে তারা স্কুলের প্রথম ক্লাসও করেছিল। কিন্তু এরপর থেকেই তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সহপাঠীদের কাছে জানতে পারি ওই দিন অথৈ স্কুলে এসেছিল। তবে কিছুক্ষণ পর তাকে আর দেখিনি তারা। 

সহপাঠীরা মনে করছে, সে হয়তো ছুটি নিয়ে বাড়ি চলে গেছে।

এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তবে মেয়েটির বাবার দাবি তার মেয়েকে হয়তো কেউ প্রলোভন দেখিয়ে স্কুল থেকে উঠিয়ে নিয়ে গেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, এ ঘটনায় মেয়েটির বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি, মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি