ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে মাথার খুলি উদ্ধার ঘিরে রহস্যের সৃষ্টি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ৩ জুন ২০২৪

টাঙ্গাইলের ভুঞাপুরে ডোবার পাশ থেকে উদ্ধার হওয়া মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দেহের বাকি অংশের এখনও সন্ধান মেলেনি। 

সোমবার সকালে উপজেলার চিতুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রী শর্মিলার কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে ধুম্রজাল। তবে ঘটনাস্থলে মিলেছে নিখোঁজ হওয়া ছাত্রীর জামা।

স্থানীয়রা জানান, উপজেলার চিতুলিয়াপাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে নিখোঁজ হয় সে। তবে এখনও তার সন্ধান মেলেনি। 

ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের টিম কাজ করছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি