ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেজাল ওষুধ বিক্রির দায়ে কালকিনিতে একজনের কারাদণ্ড

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ৪ জুন ২০২৪

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানীর ভেজাল ওষুধ বিক্রির অপরাধে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল ওষুধসহ একজনকে আটক করেন।

আটককৃত আব্দুল কাইয়ুম (৩৪) কালকিনি উপজেলার ডিগ্রিরচর এলাকার আব্দুর রবের ছেলে।

পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ওষুধসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দুপুরে পুলিশের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ভেজাল ওষুধ বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি