ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় তিন কাভার্ডভ্যানে সংঘর্ষ, নিহত ২ ভাই

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ৪ জুন ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. সাগর ও চালকের সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত দুজন আপন ভাই।

আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত দুই ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতা করছিল আরেকটি কাভার্ডভ্যান। এ সময় পেছন থেকে তৃতীয় একটি কাভার্ডভ্যান জোরে ধাক্কা দিলে প্রথম ও দ্বিতীয় কাভার্ড ভ্যানের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রথম কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যান। 

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি