ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বেলকুচিতে আলিম নিহতের ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ৪ জুন ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক মামুদপুর গ্রামের আব্দুল আলিম নিহতের ঘটনায় মামলার অন্যতম পলাতক আসামিকে গ্রেফতার করেছ র‍্যাব। 

সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার টানবাজার এলাকা থেকে তাকে সিরাজগঞ্জ র‌্যাব-১২র সদর কোম্পানি এবং নারায়নগঞ্জ র‌্যাব-১১ সিপিসি-১র সদস্যদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক রুহুল আমিন (৩৫) গ্রামের হাজী মোঃ আবুল হোসেনের ছেলে। 

সিরাজগঞ্জ র‍্যাব-১২র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম মঙ্গলবার দুপুরে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুটি কোম্পানির র‍্যাব সদস্যরা নারায়ণগঞ্জের টানবাজার অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার দ্বিতীয় আসামি রুহুল আমিনকে আটক করা হয়।

পরে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক রুহুল আমিন ও অন্যদের সঙ্গে গত ৮ মে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের দিন বিকালে মামুদপুরে আব্দুল আলিমের কথা কাটাকাটি হয়। তখন আব্দুল আলিমকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে উপর্যপুরী মারধর করে তারা। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পরবর্তীতে ভিকটিমের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি