ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ঝড়ে গাছ উপড়ে ৩ জন নিহত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ৫ জুন ২০২৪

রাজশাহীর বাঘা ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় দিকে উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদ আলী ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০), হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)।

আহতরা হলেন তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহতদের সকলের বাড়ি চকবাউসা গ্রামে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয় এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে নিহত হয়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসেছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ছাড়াও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়। 

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা মেহনাছ বলেন, গাছ চাপা পড়ার ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আর চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা এখন শঙ্কামুক্ত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি