ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ৬ লাখ মানুষ পানিবন্দি

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ৫ জুন ২০২৪

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে পানি না বাড়লেও জেলার ৭৮টি ইউনিয়নের ৬ লাখ মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন। ৫৭১টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছে ৪ হাজার ৫৫৭ জন বন্যার্ত মানুষ। 

সিলেট নগরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নগরের উপশহরসহ কয়েকটি এলাকার প্রধান সড়ক থেকে পানি নেমেছে। তবে সুবহানীঘাটসহ কয়েকটি এলাকার সড়কে এখনও পানি রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট নগরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। এ কারণে নগরের পানি কমছে। সিলেট সিটি করপোরেশনের ১৯টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছে ৫ শতাধিক মানুষ। 

তাদের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি