ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে বেড়েই চলছে পেঁয়াজের দাম

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৫ জুন ২০২৪

রাজবাড়ীতে প্রতিদিনিই বাড়ছে পেঁয়াজের দাম। গত দশ দিনে কয়েক দফায় কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে এ পণ্যটি। 

গত সপ্তাহের শুরুতে প্রতিকেজি দেশি পেঁয়াজ মান ভেদে বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। সপ্তাহের শেষ দিকে তা আরেক দফা বেড়ে বিক্রি হয় ৬৫-৭০ টাকায়। এ সপ্তাহের শুরুতে ৭৫ টাকায় বিক্রি হলেও গতকাল থেকে এ পণ্যটি ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারে পেঁয়াজের যথেষ্ট পরিমাণ সরবরাহ দেখা গেলেও  প্রতিদিনই পেঁয়াজের বাজার দর বেড়েই চলছে। গত এক মাসে আগেও একই পেঁয়াজ বাজারে ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হতো। এক মাসের ব্যবধানে কয়েক দফায় পণ্যটির দাম বেড়েছে ৩০-৩৫ টাকার মত। 

পেঁয়াজের দাম বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। ঈদের আগে পেঁয়াজের অত্যাধিক দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ ক্রেতারা।

ক্রেতারা বলছেন, প্রতিদিনই পেঁয়াজের বাজার দর বাড়ছে। ঈদের আগে এই সময়ে পেঁয়াজের বাজার আরও বেশি অস্থির হচ্ছে। বাড়তে বাড়তে ৪৫ টাকার পেঁয়াজ লাফিয়ে ৮০ টাকা হয়ে গেছে। আমাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে পেঁয়াজ।

তবে বাজারে প্রশাসনের নজরদারি অভাবে দাম বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, পাইকারী বাজারে প্রতিদিনই দেশী পেঁয়াজের দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মণ প্রতি ৪-৫শ’ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি মণ দেশী পেঁয়াজ যেখানে বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। চলতি সপ্তাহে তা বেড়ে ৩ হাজার ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পাইকারী বাজারে পেঁয়াজের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় এমন অস্বাভাবিক পরিস্থিতির মূল কারণ বলে জানান ব্যাবসায়ীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি