ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজাপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ৬ জুন ২০২৪

Ekushey Television Ltd.

ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। 

আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয়পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে। 

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয় হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি