ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

হিটস্ট্রোকে শ্রেণিকক্ষেই অসুস্থ ১৫ শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ৬ জুন ২০২৪

লক্ষ্মীপুর জেলার রায়পুরে পাঠদান চলাকালে অতিরিক্ত গরমে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই অন্তত ১৫ জন শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। 

প্রথমে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে ৪ জনকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।

বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

অসুস্থ শিক্ষার্থীরা একই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত। পাঠদান চলাকালীন রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হল সানজিদা আক্তার, মোহসেনা আক্তার, ঝর্ণা আক্তার, নুসরাত জাহান, রিয়া আক্তার, ফারিয়া সুলতান, সিমা, ইভা ও নুহা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, অতিরিক্ত গরম পড়ার কারণে বিদ্যালয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়। এরমধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২-৩ জন হাসাপাতালে আছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্কুল কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরাই তাদেরকে হাসপাতালে ভর্তি করান। শিক্ষকরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলেন। এখন সবাই সুস্থ আছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পিযুষ কান্তি দাস বলেন, অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এ পানিশূন্যতার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা পরিবেশ থাকলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি