ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ৬ জুন ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের কালীগঞ্জের নলছাটা এলাকায় অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এদুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

পুলিশ জানায়, দুপুরে কালীগঞ্জে নলছাটা এলাকায় একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে এক যাত্রী মারা যান। 

গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি