ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ইটভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯, ৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ইটভর্তি ট্রাক্টরের ইঞ্জিনের নিচে চাপা পড়ে ট্রাক্টরের চালক ফারুক হোসেন (২৫) নিহত হয়েছেন।

শনিবার দুপুরে জেলার কাশিপুর লাকসাম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই  ট্রাক্টর চালক উপজেলার কাদিহাট এলাকার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, দুপুরে আবেদুর রহমানের ইট ভাটা থেকে ট্রাক্টরে করে ইট নিয়ে যাওয়ার সময় কাশিপুর ইউনিয়নের চিকনমাটি লাকসাম নামক এলাকায় রাস্তায় ট্রাক্টরের একটি চাকা দেবে যায়। এঅবস্থায় চালক ফারুক হোসেন দেবে যাওয়া চাকা উঠানোর চেষ্টা করতে গেলে ট্রাক্টরের ইঞ্জিন উল্টে যায়। এতে ইঞ্জিনের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি