ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুরিকাঘাতে যুবক হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ৯ জুন ২০২৪

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিপক্ষের আক্রমণে রাফি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর ৪টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন এবং পুলিশ জানিয়েছে, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বিকট আওয়াজে মোটারসাইকেল চালানোর সময় অপর একদল বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাফিকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। 

এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। 

পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত রাফি নগরীর ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি