ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সিলেটে টিলা ধসে একই পরিবারের তিনজন মাটিচাপা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ১০ জুন ২০২৪ | আপডেট: ১৩:৪৬, ১০ জুন ২০২৪

সিলেট নগরীতে টিলা ধ্বসে একই পরিবারের তিনজন মাটিচাপা পড়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার সকাল ৬টার দিকে মেজরটিলা-ইসলামপুরের চামেলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েন। ঘরটি টিলার নিচেই ছিল।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৬টার দিকে পাদদেশে বসবাসকারী দুটি পরিবারের উপর হঠাৎ টিলা ধসে পড়ে। এ সময় আশপাশের লোকজন এক পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আরেক পরিবারের ৩ জন এখনও আটকা আছেন। 

মাটির নিচে চাপা পড়েছেন আব্দুল করিমসহ পরিবারের তিনজন। তাদের উদ্ধারের ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছেন। 

এদিকে দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি