ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১০ জুন ২০২৪

পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় লোকজন। 

সোমবার সকাল দশটায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে প্রেসসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে রোববার রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা। 

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল পাখিমারা আওয়ামী লীগ অফিসের সামনে সীমা’র সমর্থক ও আওয়ামী লীগ নেতা রহমান তালুকদারের লোজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়ের করলে উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা’র সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী-পুরুষ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামি গ্রেফফতারের পর শাহিনা পারভীন সীমা’র নেতৃত্বে থানা ঘেরাওয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্যধারণ করে তা মোকাবেলা করে এবং ইতোমধ্যে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি