ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ফেনীতে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১১ জুন ২০২৪

ফেনীর সদর উপজেলার ফাজিল পুরের শাহাপাড়া এলাকায় সড়কের উপর অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম মো. মঞ্জুর আলম (৪২)। সে পেশায় একজন টমটম চালক। 

মঞ্জুর আলম ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের খায়ের সওদাগর বাড়ীর ফজলুল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত দশটার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৭নং ওয়কর্ড়ের শাহাপাড়া এলাকার কাঁচা সড়কের উপর নতুন টমটমের পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তখন স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয় তারা। তিনি ঘটনাটি পুলিশকে জানান। 

পুলিশ ঘটনাস্থলে এসে ৪২ বছর বয়সি যুবকের মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দিলে তারা পিঙ্গারফ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করে। পরিবারকে খবর দেয় এবং মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। 

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত, মুখ থেঁতলানো ও শরীরে বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলেই আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে হত্যাকাণ্ড। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি