ঢাকা, মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪

লক্ষ্মীপুরে অসহায়দের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন পৌর মেয়র 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১১ জুন ২০২৪

লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছয় হাজার অসহায় পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ করেছেন লক্ষ্মীপুরের পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

মঙ্গলবার (১১ জুন) সকালে পৌর শহরের রেহান উদ্দিন ভুঁইয়া ঈদগাহ মাঠে পৌরসভার মেয়র  চাল বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন। 

অনুষ্ঠিত সভায় মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, "ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় হতদরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে ১৫টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে নিয়ে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায বজায় রাখবো যতদিন আমি দায়িত্বরত আছি, ততদিন আমি  পৌরবাসীর জন্য দিনরাত কাজ করে যাব ইনশাল্লাহ।" 

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল বরাদ্দ দিয়েছেন। পৌরসভার পাঁচ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ৩দিন ব্যাপী ১৫টি ওয়ার্ডে চলমান থাকবে। এসময় প্রধানমন্ত্রীর চাল উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন দরিদ্র  উপকার ভুগী গরিব মানুষগুলো। 

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি