ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

বিনাখরচে পিরোজপুরের শতাধিক নারীকর্মী চাকরি পাচ্ছেন জর্ডানে

ভান্ডারিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১০:৩০, ১২ জুন ২০২৪

বিনা অভিবাসন ব্যয়ে পিরোজপুর থেকে শতাধিক নারীকর্মী জর্ডানে চাকরির সুযোগ পাচ্ছেন। 

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন, বোয়েসেল কোম্পানী সচিব এস, এম শফি কামাল, পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, পৌর মেয়র মো. ফায়জুর রশিদ খসরু, যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)র আওতায় পিরোজপুরে জব ফেয়ারের মাধ্যমে সেলাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশে গমনে ইচ্ছুক নারী কর্মীদের নির্বাচন করা হয়।

উল্লেখ্য, বিনা ও স্বল্প অভিবাসন ব্যয়ে এসব নারী কর্মীরা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি