ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গরুবোঝাই ভটভটির ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ১৩ জুন ২০২৪

জয়পুরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় জহুরুল ইসলাম (৫১) নামের এক এনজিও কর্মকর্তা  মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) বিকালে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার জয়পুরহাট-ধলাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহুরুল ইসলাম সদর উপজেলার আটঠোকা গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, জহুরুল ইসলাম কোরবানীর পশু কেনার উদ্দেশ্য শালপাড়া গরুর হাটে যাচ্ছিলেন। পথে বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝাই  শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ধাক্কায় দেয়। এতে জহুরুল ইসলাম গুরুতর আহত হন। 

পরে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি