ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিমি জুড়ে যানবাহনের ধীরগতি​​​​​​​

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ১৫ জুন ২০২৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোন যানজট। তবে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কের কয়েকটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। 

মহাসড়কে টাঙ্গাইলের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে। 

শনিবার সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছে। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে। 

মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ বিভিন্ন জেলার ৯৮টি রুটের যানবাহন চলাচল করে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, আজও যানবাহনের চাপ আছে। তবে কোন যানজট নেই। মহাসড়কে পুলিশ কাজ করে যাচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি