ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল উল্টে ২ আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৮, ১৭ জুন ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গী ও হোতাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও গুরুতর আহত হয়েছে একজন। এর মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন মারা যান।

সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাই ওভারের উপরে ভোর পৌনে ৪টার দিকে গাজীপুরমুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দেলোয়ার নামে এক আরোহীর মৃত্যু হয়। পরে রাকিব নামে আরও একজন আরোহী মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আইসিওতে ভর্তি আছেন আরও একজন। 

অপর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় অজ্ঞত গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে পাঠিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি