ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটিতে দুই দলের গোলাগুলি, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ১৮ জুন ২০২৪

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুই দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে মো. নাঈম নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলের দিকে বাঘাইহাটে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে নাঈম সেখানে মৃত্যুবরণ করেন।

নিহত নাঈম শান্তি পরিবহনের সুপারভাইজার বলে জানা গেছে। সে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির পশ্চিম দুর্গাছড়ি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল জানান, সাজেকের বাঘাইহাটে দুইপক্ষের গোলাগুলিতে  শান্তি পরিবহনের সুপারভাইজার গুলিবিদ্ধ মো. নাঈমকে (৩৫) সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি