ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

দুই হাজার টাকার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ১৯ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই হাজার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় শানু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শানু মিয়া ওই গ্রামের মো: আলামদি মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত শানু মিয়ার ভাতিজা আকতার মিয়া ও একই গ্রামের হাবিবুর রহমান সিলেটে একটি ভাঙ্গারির দোকানে চাকুরি করেন। আকতার দুইমাস আগে হাবিবুর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। সম্প্রতি ঈদে তারা বাড়িতে আসলে হাবিবুর তার পাওনা ফেরত চান। এই নিয়ে দুইজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। 

এর জের ধরে হাবিবুর তার লোকজন নিয়ে আকতারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনার খবর পেয়ে আকতারের চাচা শানু মিয়া কারণ জানতে চাইলে হাবিবুর রহমানের লোকজন তার উপর হামলা চালিয়ে মারধর করে। 

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি