ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ১৯ জুন ২০২৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে বজ্রপাতে মোহাম্মদ চৌধুরী মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকালে চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চৌধুরী মিয়া পেশায় একজন কৃষক ছিলেন।    

চৌধুরী মিয়া ওই গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি ছয় সন্তানের জনক ছিলেন।    

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) হাজী মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়েন। এর কিছুক্ষণ পর সে বাড়ির পাশের জমিতে নিজের মহিষ দেখতে যান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে জমিতেই তার মৃত্যু হয়। 

পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি