ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোরবানির মাংস বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ১৯ জুন ২০২৪

ঈদের খুশি, সবার মাঝে' স্লোগানে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বারের ন্যায় এবারও পবিত্ৰ ঈদ উল আযহা উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সকল সুবিধা প্রত্যাশীদের মাঝে উপহার স্বরূপ গরুর মাংস বিতরণ করেছে।

গত সোমবার বিকেলে উপজেলা চত্বরে ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদার এর উপস্থিতিতে এ উপহার বিতরণ করা হয়। পরে আবাসন প্রকল্পের সকল পরিবারের বাড়িতে কোরবানির গোশত বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনের কর্মীরা। সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শতাধিক গরুর মাংস বিতরণ করে।

আর্থিক সমস্যার কারণে যারা কোরবানি দিতে পারেনি, তাদের কথা চিন্তা করে ফাউন্ডেশনটির এমন উদ্যোগে হাসি ফুটেছে মানুষের চোখে মুখে।

গত ৮ বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে আসছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেবামূলক এ ফাউন্ডেশনটি। ভান্ডারিয়ার পিছিয়ে পরা জনগোষ্ঠীকে, ঘূর্ণিঝড় কিংবা প্রকৃতিক দূর্যোগে সহযোগিতা ছাড়াও বিভিন্ন ভাবে সাহায্য করে আসছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি