ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

নৌকাই এখন সুনামগঞ্জে চলাচলের একমাত্র ভরসা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ২০ জুন ২০২৪

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলার ঘরবাড়ি ও রাস্তাঘাট। সুনামগঞ্জে এখন মানুষের চলাচলের একমাত্র ভরসা হচ্ছে নৌকা। 

নৌকা দিয়ে নিজেদের জানমাল রক্ষার্থে নিরাপদ আশ্রয়কেন্দ্র উঠছে বন্যাদুর্গতরা। গৃহপালিত পশু-পাখি নিয়ে আশ্রয় নিচ্ছেন নিরাপদ স্থানে। বন্যা কবলিতদের উদ্ধার ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছে প্রশাসন। 

আকস্মিক বন্যায় ভোগান্তিতে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ। 

এদিকে বন্যার্তদের আশ্রয় দিতে জেলায় ৫১৬টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

তবে প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানান বন্যার্তরা। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শৌচাগার ব্যাবস্থা না থাকায় বন্যার্তরা পড়েছেন বিপাকে। 

এদিকে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি