ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫, ২১ জুন ২০২৪

মৌলভীবাজারে আজ বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার প্রায় ৭ উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের সহস্রাধিক গ্রামের প্রায় তিন লাখ মানুষ এখন পানিবন্দি। ইতিমধ্যে বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ ৩ জন। যাদের বাড়ি ঘরে পানি উঠেছে তাদের জন্য জেলায় ২০৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন জানান, জেলার বিভিন্ন উপজেলার দেড়হাজার পরিবার ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে উঠেছেন যাদের সংখ্যা প্রায় ৭ হাজার। তাদের সাথে প্রায় ৫ শতাধিক গবাদিপশুও উঠানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, জেলার বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে। প্রত্যেক আশ্রয় কেন্দ্রে তা বিতরণ করা হচ্ছে। একই সাথে বানবাসীর জন্য ৭০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

এদিকে মৌলভীবাজার সদরে পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বিকালে জেলার বড়লেখা উপজেলায় বানের পানিতে ডুবে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি