ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘স্বপ্নের সারথি- সী-শোর গার্লস প্রকল্প’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৭ জুন ২০২৪

বেকারত্ব, সামাজিক এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানির মতো সমস্যাগুলো সমাধান এবং সম্ভাব্য সুযোগসমূহকে কাজে লাগিয়ে শিশু ও কিশোরীদের সুরক্ষার লক্ষ্যে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের কক্সবাজারে "স্বপ্নের সারথি- সী-শোর গার্লস প্রজেক্ট’ শুরু হয়েছে। 

ইউনিসেফের সহযোগিতা এবং অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির অবহিতকরণ সভা বুধবার কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন এন্ড হেরিটেজ হোটেলে অনুষ্ঠিত হয়। 

প্রকল্পটি মূলত কক্সবাজার এলাকায় শিশু ও কিশোরী কেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা তথা সেইফগার্ড মেকানিসম প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করবে। এজন্য ইউনিসেফের চাইল্ড প্রটেকশনস স্পোর্টস ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর অধীনে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় একটি সী-শোর গার্লস হাব চালু করা হয়েছে। 

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর সিনিয়র ম্যানেজার কামরুল কিবরিয়া অয়ন বলেন, “এই প্রকল্পটি কক্সবাজারের যুব সমাজের সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউনিসেফের সহায়তায়, কক্সবাজার এলাকায় শিশু ও কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আমরা সহযোগী সংগঠন হিসেবে কাজ করছি।”

ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে জেনারেশন আনলিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার মারিয়ান ওয়েলার্স বলেন, “মেয়েদের শোষণ এবং সহিংসতা থেকে রক্ষা করার জন্য তাদের ক্ষমতায়ন করতে হবে। স্বপ্নের সারথি প্রকল্পটি সার্ফিং, লাইফগার্ড প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা, সাঁতার এবং সফট স্কিলসের মাধ্যমে মেয়েদের দক্ষতা ও ক্ষমতায়ণ বৃদ্ধি করতে কাজ করছে। প্রকল্পটিতে সংশ্লিষ্ট সকলের সদয় সহযোগিতা কামনা করছি।”

প্রকল্পটি জেলা প্রশাসক অফিস, সমাজকল্যাণ সংস্থা, সিএসও, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), আইন প্রয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট সকল অফিস ও সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতার মাধ্যমে কমিউনিটির নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি