ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে ভাতিজা নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ২৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাতিজা মামুন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শনিবার সকালে মাওনা-কালিয়াকৈর সড়কের শ্রীপুরের বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শ্রীপুরের মাওনা থেকে চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জে যাচ্ছিলেন মামুন। পথে মাওনা-কালিয়াকৈর সড়কের শ্রীপুরের বদনীভাঙ্গা এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন যাত্রী আহত হয়। 

স্থানীরা তাদেরকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতাল থেকে মামুনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি