ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বান্দরবানে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে আজ দুপুরে পাহাড় ধসে আবু বক্কর সিদ্দিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

তিনি উপজেলার সীমান্তবর্তী ফুলতলী এলাকার মৃত আলী মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে বাড়ির পাশেই কাজ করছিলেন আবু বক্কর সিদ্দিক। জমির ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাহাড় ধস হলে তিনি চাপা পড়েন। সেখানেই তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি