ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নড়াইলে বজ্রপাতে নিহত ৩

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ১ জুলাই ২০২৪ | আপডেট: ১৪:৪২, ১ জুলাই ২০২৪

নড়াইলে বজ্রপাতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

রোববার মধ্যরাতে সদর উপজেলার রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)।

আহত চিত্ত মণ্ডল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন আহত হয়ে  ঘটনাস্থলেই পড়েছিল। 

আজ সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাজেদুর রহমান বলেন, মাঠের মধ্যে ৪ জন ছিলেন। তারা শুকর চরাতেন। গভীররাতে বজ্রসহ বৃষ্টি হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত ১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি