ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর সাথে মিল রেখে কর্মবিরতি পালন করছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২র সদস্যরা।

বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎসেবা চালু রেখেই দুই দফা দাবিতে সোমবার (১ জুলাই) থেকে ফের কর্মবিরতিতে অংশ নেন তারা।

স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দুই দাবি নিয়ে সকাল থেকেই কাজ বন্ধ করে আন্দোলনে অংশ নেন তারা।

এসময় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। 

তারা আরও বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

এর আগে গত ৫ মে থেকে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ ১৫ কার্যদিবসের সময় দিলে তারা কাজে ফিরে যান। এরপরও কোন সুরাহা না হওয়ায় পুনরায় তারা এই আন্দোলনের ডাক দেন। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি